Birds of Prey

সিলভার স্ক্রিনে হার্লে কুইনের সলো মুভি ‘বার্ডস অব প্রে’

ডিসি কমিকসের অন্যতম ক্ষ্যাপাটে চরিত্র ‘হার্লে কুইন’, একই সাথে আবেদনময়ী, বিপদজনক, হিং¯্র আবার নিষ্পাপ। অস্ট্রেলিয়ান অভিনেত্রী ‘মারগট রোবি’ এই হার্লে কুইন চরিত্রে এতটাই ভালো অভিনয় করেছিলেন যে হারলে কুইনকে নিয়ে আলাদা ফিল্মের দাবি তখনই উঠে গিয়েছিলো। আর এই ‘ফিমেল সুপারহিরো কে নিয়ে বড় সুখবরই আছে ডিসি ফ্যানদের। পর্দায় আসছে সুপারহিরো ছবি ‘বার্ডস অব প্রে’। মুভিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে। ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান। এশিয়ার প্রথম নারী পরিচালক হিসেবে ডিসি’র সিনেমা পরিচালনা করলেন তিনি।
অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গোট রোবি এই হার্লি কুইন চরিত্রে এতটাই ভালো অভিনয় করেছিলেন যে হার্লি কুইনকে নিয়ে আলাদা ছবির দাবি তখনই উঠে গিয়েছিলো। কিন্তু নারী সুপারহিরো সিনেমার ইতিহাস খুব একটা সমৃদ্ধ না হওয়ায় সবাই মোটামুটি ধরে নিয়েছিলো যে এমন কিছু আসার সম্ভাবনা নেই। কিন্তু সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়ে ডিসি কমিকস নিয়ে এলো নতুন ছবি। গোথামের নারী খল চরিত্রগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘বার্ডস অব প্রে’র কাহিনি।
এছাড়া সিলভার স্ক্রিনে আরো থাকছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডিধর্মী চলচ্চিত্র এবং রোমাঞ্চকর এক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’, ‘ব্যাডবয়েজ’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্যাডবয়েজ ফর লাইফ’ এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনীত ‘গ-ি’।

সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।