Dolittle

আগামীকাল শুক্রবার সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে
‘ব্যাডবয়েজ ফর লাইফ’ এবং ‘ডুলিটল’

আগামীকাল শুক্রবার ১৭ জানুয়ারি সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে আন্তর্জাতিক মুক্তির দিনে মুক্তি পাচ্ছে ‘ব্যাডবয়েজ’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্যাডবয়েজ ফর লাইফ’ এবং ‘ডুলিটল’।
১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে; যার নাম জন ডুলিটল। যিনি রোগীর সুস্থতার স্বার্থে পশুপাখিদের সঙ্গে কথা বলেন। ১৯৬৭ সালে প্রথম এ সিরিজ নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। এরপর ১৯৯৮ সালে আরেকটি চলচ্চিত্র তৈরি হয়। এছাড়া বিভিন্ন সময় ‘ডক্টর ডুলিটল’ চরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা ও কার্টুন। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এবার নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। ডুলিটল পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। এতে অভিনয় করেছেন আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়র।

একই সাথে আরো মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ অভিনীত অ্যাকশন, কমেডি ও ক্রাইমধর্মী চলচ্চিত্র ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। ‘ব্যাডবয়েজ’ সিরিজের প্রথম ছবি ব্যাডবয়েজ মুক্তি পায় ১৯৯৫ সালে। ব্যাডবয়েজ টু মুক্তি পায় ২০০৩ সালে। প্রায় ১৬ বছরের বিরতির পর আসছে সিরিজের তৃতীয় কিস্তি ব্যাডবয়েজ ফর লাইফ। প্রথম দুই ছবির পরিচালক ছিলেন মাইকেল বে। ব্যাডবয়েজ দিয়েই এ পরিচালক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তবে ব্যাডবয়েজ ফর লাইফ ছবি পরিচালনা করছেন আদিল এল আরবি ও বিল্লাল ফালাহ। এ পরিচালকদ্বয়ের আলোচিত ছবি হলো ব্ল্যাক ও এফএক্স সিরিজ স্নোফল। ‘ব্যাডবয়েজ’-এর ছবিতে নতুন মুখও থাকছে। এর মধ্যে রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ।
ছবিটির গল্প এমন রোমানিয়ান মাফিয়াপ্রধান আর্মান্দো আর্মাস একজন ঠা-া মাথার খুনি। একের পর এক খুন করে চলে সে। চারদিকে ছড়িয়েছে মৃত্যুর আতঙ্ক। কীভাবে থামানো যায় তাকে? অবশেষে আর্মাসকে থামাতে দায়িত্ব নেন দুই গোয়েন্দা। ছবিতে প্রধান দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন যথারীতি উইল স্মিথ ও মার্টিন লরেন্স।

সিলভার স্ক্রিনে আরো থাকছে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনীত চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’, হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত ‘ফ্রোজেন ২’, হলিউড অভিনেত্রী ক্রিস্টিন স্টুয়ার্ট অভিনীত ফক্স অ্যাডভেঞ্চারের নতুন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘আন্ডারওয়াটার’ এবং অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডিধর্মী চলচ্চিত্র এবং রোমাঞ্চকর এক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।