Underwater, Like a Boss & Playing with fire

কাল সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘আন্ডারওয়াটার’,
‘লাইক এ বস’ এবং প্লেইং উইথ ফায়ার’

আগামীকাল শুক্রবার ১০ জানুয়ারি সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের তিন মুভি ‘আন্ডারওয়াটার’, ‘লাইক এ বস’ এবং ‘প্লেইং উইথ ফায়ার’ ।
আন্ডারওয়াটার
ফক্স অ্যাডভেঞ্চারের নতুন থ্রিলার ‘আন্ডারওয়াটার’-এ মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ফের বাণিজ্যিক সিনেমায় ফিরলেন ‘ইন দ্য ল্যান্ড অব উইম্যান’ খ্যাত তারকা হলিউড অভিনেত্রী ক্রিস্টিন স্টুয়ার্ট।
একজন ডুবুরিকে ঘিরে সিনেমার গল্প। পানির নিচে প্রচ- ভূমিকম্পের পর নিজেকে রক্ষা করার জন্য তার সংগ্রাম দেখানো হবে সিনেমায়। ওই নারী ডুবুরির চরিত্রটিতেই অভিনয় করেছেন স্টুয়ার্ট। টোয়ালাইট সিরিজের পর এ অভিনেত্রী প্রথম কোনো বড় বাজেটের সিনেমায় কাজ করলেন। স্পিক, দ্য রানওয়ে, টোয়ালাইট, ক্যাফে সোসাইটিসহ বহু সিনেমায় অভিনয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
‘লাইক এ বস’ এবং ‘প্লেইং উইথ ফায়ার’
এছাড়া সিলভার স্ক্রিনে আরো মুক্তি পাবে হলিউডের কমেডি ও ফ্যামিলিধর্মী দুইটি চলচ্চিত্র। বিশ্বের বহুল জনপ্রিয় মেক্সিকান এবং মার্কিন অভিনেত্রী সালমা হায়েক অভিনীত ‘লাইক এ বস’ চলচ্চিত্র এবং পেশাদার মার্কিন কুস্তিগীর জন সিনা অভিনীত ‘প্লেইং উইথ ফায়ার’ চলচ্চিত্র। তিনি হলিউডের বক্সঅফিস মাতানো বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন।

সিলভার স্ক্রিনে আরো থাকছে ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা স্টুডিওস প্রযোজিত হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত ‘ফ্রোজেন ২’, সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবার নির্মিত ‘ন ডরাই’ এবং অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডিধর্মী চলচ্চিত্র এবং রোমাঞ্চকর এক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’।

সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে।