ভালোবাসা দিবসে সিলভার স্ক্রিনের
পর্দায় ‘আলিটা : ব্যাটেল এঞ্জেল’
বক্সঅফিস কাঁপাতে ভালোবাসা দিবসে নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে সমগ্র বিশ্বের সাথে একযোগে মুক্তি পাচ্ছে হলিউডের বহুল আলোচিত অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশান, রোমান্স ও সাইবারপাঙ্কধর্মী ছবি ‘আলিটা : ব্যাটেল এঞ্জেল’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন হলিউডের জনপ্রিয় ও বিখ্যাত চলচ্চিত্র ‘এভাটার’ ও ‘টাইটানিকের’ প্রযোজক জেমস ক্যামেরুন এবং জন ল্যান্ডাও। টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এর উপস্থাপনায় এবং দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘সিন সিটি’ এর পরিচালক রবার্ট রডরিগস্ এর পরিচালনায় ছবিটির প্রধান চরিত্রসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোসা সালাজার, ক্রিস্টোফ ওয়াল্টজ, কিয়ান জনসনসহ আরো অনেকেই।
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<ins class=”adsbygoogle” style=”display: block; text-align: center;” data-ad-layout=”in-article” data-ad-format=”fluid” data-ad-client=”ca-pub-3344048488004077″ data-ad-slot=”1349063937″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
এছাড়াও থাকছে হলিউডের অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশানধর্মী থ্রিডি মুভি ‘অ্যাকুয়াম্যান’ এবং অ্যানিমেটেড মুভি ‘দ্য লেগো-২’, হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘দেবী’।
ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য সিলভার স্ক্রিনের বিশেষ আয়োজন হিসেবে প্রতিটি শো থেকে র্যাফল ড্রয়ের মাধ্যমে দু’জন ভাগ্যবান বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বাংলালিংকের প্রিয়জন গ্রাহকদের জন্য প্রতিটি মুভি টিকেটের সাথে থাকছে কমপ্লিমেন্টারি ফুড কুপন।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।