সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে
‘যদি একদিন’
জনপ্রিয় ক›ঠশিল্পী তাহসান খান পরিচালক মোস্তফা কামাল রাজ নির্মিত পঞ্চম চলচ্চিত্র ‘যদি একদিন’ এ অভিষেক করতে যাচ্ছেন বড় পর্দায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। ছবিটির ইংরেজী নাম ‘দি সেকরিফাইস’। ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান ।
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<ins class=”adsbygoogle” style=”display: block; text-align: center;” data-ad-layout=”in-article” data-ad-format=”fluid” data-ad-client=”ca-pub-3344048488004077″ data-ad-slot=”1349063937″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
তবে ছবির কাহিনীর মধ্যমণি হয়ে রয়েছে শিশুশিল্পী রাইসা।ছবিতে তাহসানকে রাইসার বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।আসিফ ইকবাল,এস. এ. হক অলিক প্রমুখ এর লেখা গানে সুর করেছেন এ প্রজন্মের তরুণ সঙ্গীতশিল্পী হৃদয় খান এবং কন্ঠ দিয়েছেন ইমরান,কোনাল,হৃদয় খান,পড়শি।কিছু গানে কন্ঠ দিয়েছেন তাহসান নিজেই।ইতমধ্যেই ছবিটির ‘আমি পারবোনা তোমার হতে’ এবং ‘লক্ষীসোনা’ শিরোনামের গান দু’টি জনপ্রিয়তা পেয়েছে।
৮ মার্চ শুক্রবার নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি। একইদিনে সিলভার স্ক্রিনে সমগ্র বিশ্বের সাথে একযোগে পাচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহু প্রতীক্ষিত সুপারহিরো চলচ্চিত্র ক্যাপ্টেন মার্ভেল। দুটো ছবিরই অগ্রিম টিকিট সিলভার স্ক্রিনের বক্স অফিসে পাওয়া যাচ্ছে।
এছাড়াও থাকছে ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।