বক্স অফিস কাঁপাতে সিলভার স্ক্রিনে
মুক্তি পা”েছ ‘ক্যাপ্টেন মার্ভেল’
উৎসুক দর্শকের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ৮ মার্চ ২০১৯ নারী দিবসে সমগ্র বিশ্বের সাথে একযোগে সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পা”েছ নারীকেন্দ্রিক সুপারহিরো সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’। গত বছরের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার ছবির শেষে ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবির একটি আঁচ পাওয়া যায়। সেই থেকে শুরু হয় কৌতূহলী মার্ভেল কমিক ভক্তদের অপেক্ষা। ছবিটির ট্রেলার কাঁপিয়ে দিয়েছে মার্ভেল ফ্যানদের। অগ্রিম টিকিটের জন্য বক্স অফিসে ভিড় বাড়ছে কৌতূহলী দর্শকের। ছবিটির কেন্দ্রীয় চরিত্র ক্যারোল ড্যানভার্স এর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লার্সন। ‘মার্ভেল’ স্টুডিওজ-এর প্রেসিডেন্ট কেভিন ফিয়াগির জাদুকরি থলে থেকে এক বস্তা সুপারহিট সুপারহিরো সিনেমা নির্মিত হলেও ‘ক্যাপ্টেন মার্ভেল’ই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কোন নারীকে।
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<ins class=”adsbygoogle” style=”display: block; text-align: center;” data-ad-layout=”in-article” data-ad-format=”fluid” data-ad-client=”ca-pub-3344048488004077″ data-ad-slot=”1349063937″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
কমিক দুনিয়ায় ‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রটির প্রথম আগমন ঘটে ১৯৬৮ সালে। মহাশূন্যের এলিয়েন ‘মার-ভেল’ এর মানব সঙ্গী হিসেবে। পরে সেই সঙ্গীই ধীরে ধীরে অর্জন করে নেয় তার নিজস্ব ‘সুপার পাওয়ার’।
সত্তরের দশকের মাঝামাঝি যাকে ডাকা হতো ‘মিস মার্ভেল’ নামে। কমিকসের পাতায় ১৯৮২ সালে ক্যান্সারের কারণে মারা যায় মূল ‘মার-ভেল’। সুতরাং ২০১২ সালে মিস মার্ভেলকে দেওয়া হয় ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর খেতাব।
ছবিটিতে আরো অভিনয় করেছেন জেমা চ্যাং, স্যামুয়েল এল জ্যাকসন, বেন মেন্ডেলসন, ডিমন হনসু, ক্লার্ক গ্রেগের মতো জনপ্রিয় তারকারা।
এনা বোডেন ও রায়ান ফ্লেক পরিচালিত নারীশক্তির প্রতীক ক্যাপ্টেন মার্ভেল কি পারবে ডিসি ইউনিভার্সের সুপারডুপার হিট ‘ওয়ান্ডার ওম্যান’কে ভুলিয়ে দিতে? এই প্রশ্নের জবাব জানতে সিলভার স্ক্রিনের বক্স অফিসে ভিড় জমেছে কমিক ভক্তদের।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অব¯ি’ত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।